কুমিল্লার নাঙ্গলকোটে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাদের সাথে কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত মত বিনিময় সভা করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের অফিস সম্পাদক সাবেক চেয়ারম্যান সারওয়ার কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামি ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা মীর সুলাইমান, জামায়াতের নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন, লালমাই উপজেলা আমির মাওলানা আব্দুন নূর, নাঙ্গলকোট পৌর আমির হারুনুর রশিদ, খেলাফত মজলিসের উপজেলা দক্ষিণ সেক্রেটারি হাফেজ মাওলানা হাছান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাঙ্গলকোট উপজেলার ভারপ্রাপ্ত সমন্বয়ক আরিফ হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাদের জসিম, খেলাফত মজলিসের লালমাই উপজেলা তত্ত্বাবধায়ক মাওলানা আমির হামজাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুচ্ছালাম, লালমাই উপজেলা সভাপতি মাওলানা আমানুল্লাহ, এনসিপির লালমাই উপজেলা যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জামায়াতের নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, লালমাই উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, নাঙ্গলকোট পৌরসভা সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ শহিদুল ইসলাম, এনসিপির প্রতিনিধি সাদ্দাম হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নাঙ্গলকোট উপজেলা সভাপতি শরীফ আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলার অর্থ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া আজাদ, নাঙ্গলকোট উপজেলা (উত্তর) সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া, উপজেলা (দক্ষিণ) সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত।



