ময়মনসিংহ ভালুকায় দুদকের মামলায় সাবেক সাবরেজিস্ট্রার ফজলার রহমানসহ চারজনকে দুই মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওইসব মামলায় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) জেলার বিশেষ জজ ফারজানা ফেরদৌস এ রায় দেন।
সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার আব্দুল আলমের ছেলে খোকা মিয়া, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুস ছালামের ছেলে দলিল লেখক আকরাম হোসেন জুয়েল ও দলিলের সনাক্তকারী উপজেলার পালগাঁও গ্রামের মরহুম আব্দুর রউফের ছেলে রুহুল আমিন।
দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের বিজ্ঞ কৌশলী (পিপি) অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান ও আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, নজরুল ইসলাম চুন্নু, মোজাম্মেল হক শাকিল ও আব্দুল মোতালেব। মামলার বাদি ছিলেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাসুদুর রহমান।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার পালগাঁও মৌজার এসএ ১২৮৯ নম্বর দাগে বনবিজ্ঞপ্তিত ১২৭ শতাংশ জমি ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্য দেখিয়ে ২২৮৬ নম্বর দলিলমূলে রেজিস্ট্রেশন সম্পাদন করে সরকারি সম্পত্তি আত্মসাত ও আত্মসাতের সহযোগীতা করার কারণে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় ময়মনসিংহ দুদক সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদি হয়ে গত ২০১৭ সালের ২৯ অক্টোবর ভালুকা মডেল থানায় মামলা করেন।
দুদকের বিজ্ঞ কৌশলী (পিপি) অ্যাডভোকেট একেএম আজিজুল হক খান জানান, আদালতের দেয়া সাজা পর্যাপ্ত নয়। মামলার রায় পর্যালোচনা করে দুদক আপিল করবে।



