গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুর থেকে শনিবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান (৩২), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির উদ্দিন (৭০), একই উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের যুবলীগের সভাপতি নুর আলম মাস্টার (৫০), বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩০), ঝুনাগাছ চাপানি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (২৭), বকুল আহমেদ সোহাগ (৩২), জলঢাকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শ্রী রবি রায় (২৩), জলঢাকা উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন ওরফে ডিডি আনোয়ার (৪০), একই উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সহিদার রহমান (৫০), কাঁঠালি ইউনিয়ন যুবলীগের সদস্য আশরাফ আলী (৩৮), ডাউয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহিদুর রহমান (৩৬) ও ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি (৩২)।
তাদের মধ্যে শনিবার সকালে সাতজন ও শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নীলফামারী পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



