জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি। শুধু ক্ষমতার জন্য নয়। এজন্য সমমনা ইসলামী দলগুলোর জোটের আসন চূড়ান্ত প্রায় শেষ পর্যায়ে। তাই, ত্যাগ স্বীকার করে নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জোটের সমঝোতার পর আর বসে থাকা যাবে না। বাড়ি বাড়ি গিয়ে স্বাধীনতার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, বিপ্লবের পক্ষে ভোট চাইতে হবে।’
বুধবার রাতে রাজধানীর মতিঝিলের কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টের হল রুমে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকাস্থ বাতিসা ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাতিসা ইউনিয়নবাসীদের এক মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা মো: মজিবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস সানা উল্লাহ মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারি মোতাহার উদ্দিন মোল্লা, আল আরাফাহ ব্যাংকের সাবেক কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান সাজু, রিলায়েন্স গ্রুপের সাবেক এমডি বদিউল আলম মজুমদার, উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি দেলোয়ার হোসেন মজুমদার (মিন্টু), সাবেক ছাত্রনেতা আবুল কালাম মজুমদার, মাওলানা হেদায়েত উল্লাহ, আবদুল গোফরান বাবলু, ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী তাবিজ ফারুক।



