মির্জাপুরে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল্যাহ তালুকদার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
মির্জাপুরে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল্যাহ তালুকদার
মির্জাপুরে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল্যাহ তালুকদার |নয়া দিগন্ত

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় মাওলানা আব্দুল্যাহ তালুকদার প্রশাসনের কাছ নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা কামনা করলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘নির্বাচনে প্রশাসন শতভাগ নিরপেক্ষ ভূমিকা পালন করবে’।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাজাহান, পৌর সেক্রেটারি কাজী হায়দার আলী মৃধা, সাংবাদিক শামসুল ইসলাম সহিদ ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।