লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেলে করে স্ত্রী সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাপায় দেবব্রত রায় (৪৮) নামে এক জামাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও সন্তান।
রোববার (২০ জুলাই) বেলা ৩টার দিকে আদিতমারী উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবব্রত রায় ওরফে বাসুরায় রংপুর সদর উপজেলার রাধা বল্লব হারাটি গ্রামের ক্ষিতীশ চন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি আদিতমা উপজেলার ভাদাই কাছারি বাজার এলাকায় যাবার পথে নামুড়ি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসু রায়ের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান বাসু রায়। ঘটনায় আহত হন তার সাথে থাকা স্ত্রী মিষ্টি রানী (৩০) ও ছেলে মিথল চন্দ্র (৬)।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে শুনেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।