টাঙ্গাইলে ৯ মাসেও মিলেনি অজ্ঞাত লাশের পরিচয়

‘ওই লাশের বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে চেক লুঙ্গি ও সাদা গেঞ্জি, মুখে কালো দাঁড়ি রয়েছে। এমন কারো স্বজন হারানো গেলে বা খোঁজ পাওয়া না গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের অনুরোধ জানান’

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Ghatail
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্র
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্র |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ঘাটাইলে লাশ উদ্ধারের নয় মাস পার হলেও উদ্ধার হওয়া ওই লাশের পরিচয় বা স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।

গত বছরের (১৮ সেপ্টেম্বর ২০২৪) উপজেলার সাগরদীঘি ইউনিয়নের পাগারিয়া গ্রামের কয়েদিপাড়া এলাকার আকাশি বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আতোয়ার রহমান জানান, গত ১৮ সেপ্টেম্বর উপজেলার সাগরদীঘি ইউনিয়নের পাগারিয়া গ্রামের কয়েদিপাড়া এলাকার এক আকাশি বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের পুলিশ।

তিনি বলেন, ‘নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। ওই ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও সাদা গেঞ্জি। মুখে কালো দাঁড়ি রয়েছে।’

এ বিষয়ে ঘাটাইল থানায় একটি মামলা করা হয়েছে। ওই লাশের ছবি ও আলামত বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ওই ব্যক্তির কোনো স্বজন বা পরিচিত কারো স্বজন দীর্ঘদিনি ধরে হারানো গেছে তাহলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ রইল।