স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান, তিনি যেন শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করেন।’

পাবিপ্রবি প্রতিনিধি

Location :

Pabna
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

শিক্ষকদের জন্য মর্যাদাসম্পন্ন স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষকরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

জানা গেছে, গত বছর মে-জুন মাসে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকরা স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলন ও লাগাতার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। তবে জুলাইয়ে ছাত্র-আন্দোলন শুরু হওয়ায় সে আন্দোলন স্থগিত রাখা হয়। এ প্রেক্ষাপটে চলতি বছর প্রথমবারের মতো পাবিপ্রবির শিক্ষকরা পুনরায় এই দাবিতে আন্দোলনে নামেন। মানববন্ধনে তারা দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এই দাবিতে একত্রিত হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রজাতন্ত্রের প্রতিটি বিভাগে নিজস্ব বেতন কাঠামো থাকলেও দেশের শিক্ষক সমাজ আজো নির্দিষ্ট কাঠামো থেকে বঞ্চিত। একটি স্বাধীন দেশের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক।’

এ সময় তারা সরকারের প্রতি দাবি জানান, আগামী বাজেট ঘোষণার আগেই শিক্ষকদের জন্য আলাদা ও সম্মানজনক বেতন কাঠামো ঘোষণা করতে হবে।

বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, ‘সমাজে শিক্ষকদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতি আমাদের আহ্বান, তিনি যেন শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করেন।’

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, বিচার বিভাগসহ প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে নিজস্ব বেতন কাঠামো থাকলেও সাধারণ শিক্ষকদের জন্য এখনো কিছুই নেই। এতে আমরা ক্রমাগত অবমূল্যায়িত ও অবহেলিত বোধ করছি। সরকারের প্রধান উপদেষ্টা নিজে শিক্ষক ছিলেন। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের বেদনার কথাগুলো বুঝবেন এবং আসন্ন বাজেটে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, ‘শিক্ষকদের দীর্ঘদিনের দাবি স্বতন্ত্র বেতন কাঠামো। মুখে মুখে শিক্ষকতাকে সম্মানজনক বলা হলেও, বাস্তবে তার প্রতিফলন নেই। আমরা আশা করি, সামনে বাজেটে সরকার আমাদের দাবির প্রতি সদয় দৃষ্টি দেবে।’