সরিষাবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে যুবকের আত্মগোপন, চট্টগ্রাম থেকে উদ্ধার

১০ তারিখ রাতে পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যান তিনি এবং ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখেন।

সরিষাবাড়ী, (জামালপুর) সংবাদদাতা

Location :

Sarishabari
স্বপনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ
স্বপনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ |নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে সেচ্ছায় আত্মগোপনে থাকা যুবককে ১৭ দিন পর চট্টগ্রামের উখিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) রাতে উদ্ধার হওয়া যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই যুবকের নাম স্বপন মোল্লা, তিনি সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চায়পাড় গ্রামের জসিম মোল্লার ছেলে।

পুলিশ ও নিখোঁজ পরিবার সদস্যরা জানায়, এলাকায় ইট-বালুর ব্যবসার টাকা নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া হয় স্বপনের। এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলতি মাসের ১০ তারিখ রাতে পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যান তিনি এবং ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখেন। এক দিন পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে খোঁজাখুঁজি শুরু করে। গত ২২ তারিখে তার ব্যবহৃত ফোন নম্বর থেকে স্ত্রী আঁখি বেগমের কাছে বিপদের কথা বলে দু’লাখ টাকা চান স্বপন। বিষয়টি নিয়ে আঁখি বেগম পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করেন এবং পুলিশকে জানালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। সরিষাবাড়ী থানা পুলিশ তাৎক্ষণিক চট্টগ্রাম টেকনাফ থানা পুলিশকে জানায়। এরপর টেকনাফ থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উখিয়া এলাকার থেকে তাকে উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, প্রতিবেশীর সাথে ঝগড়া করে নিজেই আত্মগোপনে যান স্বপন। এরপর নিখোঁজের কথা বলে পরিবার সাধারণ ডায়েরি করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে আত্মগোপনে থাকা স্বপনকে উদ্ধার করে।

ওসি আরো জানান, বুধবার রাতে স্বপনের বাবা জসিম মোল্লার জিম্মায় তাকে থানা থেকে হস্তান্তর করে পুলিশ।