নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মোটর সাইকেল থেকে নামিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং প্রধান ইভনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সাইফুল গ্রুপের লোকজন।
রোবাবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার অক্টো অফিস চেঙ্গিস খানের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর গ্যাং লিডার ইভন ফতুল্লা মডেল থানা সীমান্তের ইসদাইর এলাকার এম এ আজম বাবুর ছেলে বলে জানা গেছে।
নিহতের বড় ভাই রাফিন জানান, তিনি সংবাদ পেয়ে ঢাকা মেডিক্যালে এসেছেন। এসে জানতে পারেন, ইভন মারা গেছে।
তিনি জানান, রাত ৯টার দিকে ইসদাইর অক্টো অফিসের চেঙ্গিস মিয়ার বাড়ির সামনের রাস্তা দিয়ে নাছিম নামে এলাকার এক ছোট ভাইকে নিয়ে মোটরবাইকে করে নিজ এলাকায় ফিরছিল ইভন। এ সময় মোটরসাইকেলের গতিরোধ করে ইভনকে বাইক থেকে নামিয়ে শফিকুল তার দু’ভাই পাগলা সাইফুল ও বাবুসহ আট থেকে ১০ জন মিলে তাকে কুপিয়ে জখম করে। এ সময় বাধা দিতে গেলে সাথে থাকা নাছিমকেও কোপায়। একপর্যায়ে ইভনের ব্যবহৃত মোটরসাইকেল সাথে থাকা মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে শরিফ নামের এক যুবক ইভনকে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত ইভনের বাবার সূত্রে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল জানান, সাইফুল, বাবু ও তাদের অপর এক ভাইসহ বেশ কয়েকজন রাত ৯টার দিকে ইভনকে কোপায়। পরে ইভনের সহোযোগিরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করলে সেখানে ইভন মারা যায়।