অবশেষে সচল হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, নির্বাহী পরিচালক নিয়োগ

সম্প্রতি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে নয়া দিগন্তে একটা বিশেষ প্রতিবেদন ছাপা হয়। এরপরই টনক নড়ে সরকারের।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
প্রাথমিক অবস্থায় গণপূর্ত অধিদফতরের সিলেট কার্যালয়েই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চলবে
প্রাথমিক অবস্থায় গণপূর্ত অধিদফতরের সিলেট কার্যালয়েই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চলবে |ছবি : নয়া দিগন্ত

অবশেষে আলোর মুখ দেখছে বহুল প্রতীক্ষিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। ২০২৩ সালে জাতীয় সংসদে পাসের পর সিউক এতদিন কেবল আইনেই সীমাবদ্ধ ছিল। দীর্ঘদিন পর এবার কার্যক্রম শুরু হবে স্বায়ত্তশাসিত এই সংস্থাটির।

কার্যক্রম সচল করার লক্ষ্যে ৩৩তম বিসিএসের মাঠ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো: সাদিউর রহিম জাদিদকে নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন করেছে সরকার।

বুধবার (৩ নভেম্বর) তিনি নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে সরকারের এই কর্মকর্তা চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষ্যে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩। তবে এতদিন আইনেই সীমাবদ্ধ ছিল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম। আইন পাসের দুই বছরের অধিক সময় পর এবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সচল করার উদ্যোগ নেয়া হলো।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেয়ার তথ্য নিশ্চিত করে মো: সাদিউর রহিম জাদিদ নয়া দিগন্তকে বলেন, সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিছুদিন আগে এর প্রজ্ঞাপন হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে।

তিনি বলেন, এতদিন এই কর্তৃপক্ষের কার্যক্রম ছিল না। এখন কার্যক্রম শুরুর লক্ষ্যেই আমাকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রাথমিক অবস্থায় গণপূর্ত অধিদফতরের সিলেট কার্যালয়েই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে আলাদা অফিস নেয়া হবে ও লোকবল নিয়োগ দেয়া হবে। ৩৩তম বিসিএসের কর্মকর্তা জাদিদ ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

সম্প্রতি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে নয়া দিগন্তে একটা বিশেষ প্রতিবেদন ছাপা হয়। এরপরই টনক নড়ে সরকারের।