দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে অনার্স চালুর দাবিতে মানববন্ধন

মানববন্ধনে দাবির প্রতি সংহতি ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুহাম্মাদ রমজান মাহমুদ।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে অনার্স চালুর দাবিতে মানববন্ধন
দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে অনার্স চালুর দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

মানিকগঞ্জের দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজে শিক্ষক সংকট নিরসন করে অনার্স চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক।

সোমবার (২৮ জুলাই) দুপুরে কলেজের মেইন গেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজের ছাত্র শেখ কায়ছার নাঈম, মারুফ, দিশান মিয়া প্রমুখ।

মানববন্ধনে দাবির প্রতি সংহতি ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুহাম্মাদ রমজান মাহমুদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: মোবারক হোসেন, চকমিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হামিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি সরকারি কলেজে এবছর অনার্স চালু করা সময়ের দাবি। দ্রুত সরকারকে অনার্সে ভর্তির আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৯শে মে এক সভায় হিসাববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স খোলার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি অনুযায়ী ২০১৫ সালে ২২ ডিসেম্বর ওই বিষয়ে প্রভাষক নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নিয়োগ কমিটির সুপারিশ ও পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে ২০১৬ সালে ১ সেপ্টেম্বর ১৪ জন প্রভাষককে নিয়োগ দেয়া হয়।

পরে কলেজ কতৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অনার্স কোস চালু করার অধিভুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পরিদর্শক দল গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রজ্ঞাপন জারি করে। ২০১৬ সালের ১০ই ডিসেম্বর এ প্রজ্ঞাপন জারি করা হলেও কলেজ কর্তৃপক্ষ পরিদর্শক দলকে আহ্বান করেননি।

মানববন্ধনে অংশ নেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন নাগরিক।