রামগড়ে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন

বুধবার বিকেলে রামগড় বাজারের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Khagrachari
রামগড়ে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন
রামগড়ে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন |নয়া দিগন্ত

উদ্দীপনামুখর পরিবেশে খাগড়াছড়ির রামগড়ে উদ্বোধন হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয়।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে রামগড় বাজারের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা ঝুমা। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও জাতীয় যুবশক্তির নেতা হারিচুর রহমান রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হারুনুর রশিদ।

প্রধান অতিথি মনজিলা ঝুমা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে। রামগড়ের মানুষের দীর্ঘদিনের উপেক্ষা দূর করে তাদের উন্নয়নে পাশে থাকবে এনসিপি। আমরা সৎ, দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব গড়ে তুলতে চাই যারা জনগণের সেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করবে।’

রামগড় উপজেলা সমন্বয়ক মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘এ কার্যালয় শুধু একটি দফতর নয়, এটি রামগড়ের সাধারণ মানুষের আস্থা ও আশার প্রতীক। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে কাজ করে আমরা রামগড়কে একটি মডেল উপজেলায় রূপ দিতে চাই।’

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দেশ ও দলের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।