ময়মনসিংহে বৃহত্তর হিন্দু সম্প্রদায়ের একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী ভগবত ধর্মীয় উৎসব হরিরাম সংকীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেছেন মোমেনশাহী সেনানিবাসের ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার। সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করেন তিনি।
এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা শঙ্কর সাহাসহ নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সেনাবাহিনীর উপস্থিতি ও মন্দিরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থার জন্য হিন্দু সম্প্রদায় কৃতজ্ঞতা জানান।
এসময় ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার বলেন, হিন্দু সম্প্রদায় শুধু সেনাবাহিনীর দৃশ্যমান নিরাপত্তার জন্য নয় বরং সেনাপ্রধানের সাহসী ও সম্প্রীতিমূলক নেতৃত্বের প্রতি যে অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তা সত্যিই হৃদয়ছোঁয়া। তাঁদের কথায় সেনাবাহিনীর প্রতিষ্ঠানিক মূল্যবোধের প্রতি যে আস্থা ও সম্মান প্রতিফলিত হয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
গত ২ জুন থেকে শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন হাজারো ভক্ত অংশগ্রহণ করছেন। আগামী ১২ জুন সকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।