বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হবে : শামা ওবায়েদ

পরিবারের নারী সদস্যের নামে ইস্যুকৃত এ কার্ডের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সেবা নেয়া যাবে।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম
বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তবে প্রতিটি পরিবারকে একটি ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হবে। পরিবারের নারী সদস্যের নামে ইস্যুকৃত এ কার্ডের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সেবা নেয়া যাবে।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া চেয়ারম্যান বাড়ির আঙ্গিনায় আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘নিজেদের কথা নয়, এখন আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কিভাবে গট্টি ইউনিয়ন ও সালথাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যেই কাজ করতে হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়লেই বোঝা যাবে, সেখানে জনগণের সব শ্রেণির উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষার্থীদের শিক্ষা, নারী সমাজের স্বাস্থ্য ও সুরক্ষা— সবকিছুর দিকনির্দেশনা সেখানে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফেরাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আর কে কোথাকার, কার অনুসারী—তা দেখার সময় নয়। দেশের ও এলাকার উন্নতির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনাদের ঐক্যই বিএনপির শক্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন।’

সাবেক বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সভায় আরো বক্তব্য দেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা কামরুল ইসলাম মজনু, পাবেল রায়হান, ইব্রাহিম মেম্বার ও রফিক মাতুব্বর প্রমুখ।