নাটোরের নলডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাবেক পৌর কাউন্সিলর দু’জন, মাদক মামলায় চারজন, চুরির মামলায় একজন ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আটজন।
গ্রেফতার হওয়া আসমিরা হলেন—পশ্চিম মাধনগর গ্রামের মো: আক্কাসের ছেলে মো: রিপন (২৮) ও মো: শিপন (৩২), পূর্ব মাধনগর (নওপাড়া) গ্রামের মরহুম তছলিমের ছেলে মো: সাইদুল ইসলাম (৪৫), একই এলাকার মো: সাইদুলের ছেলে, মোহাম্মদ শাওন হাসান (২২), উপজেলার নশরৎপুর গ্রামের হাবিবের ছেলে মো: আবুল কালাম আজাদ (৪৫), সমসকলসী গ্রামের মো: আকবর হোসেনের ছেলে মোহাম্মদ আকাশ ইসলাম (১৮), পশ্চিম মাধনগর শেখপাড়াগ্রামের মো: আমজাদ প্রামানিকের ছেলে মো: বিদ্যুৎ প্রামানিক (২৫), একই এলাকার মো: ফিরোজ মোল্লার ছেলে, মো: তারেক মোল্লা (১৭), চকসড়কুতিয়া গ্রামের মরহুম আয়ান মুন্সী ছেলে মো: আফাজ উদ্দিন (৪৪), তেঘর গ্রামের ওয়াদুদের ছেলে মওদুদ আহমেদ তাহমিন (১৮), পূর্ব সোনাপাতিল গ্রামের মরহুম ভুট্টুর ছেলে মো: মিঠন সরকার (২৬), বুড়ির ভাগ গ্রামের মো: মোখলেসুর রহমানের ছেলে মো: মাহামুদুর হাসান মুত্তা (৪০), একই এলাকার মরহুম ময়েম উদ্দিনের ছেলে মোহাম্মদ সাহেব আলী (৫৩), দুর্লভপুর পূর্বপাড়া গ্রামের মরহুম নাসের উদ্দিনের ছেলে মো: ওহিদুল ইসলাম (৫২), রামশার কাজীপুর গ্রামের মরহুম জাহেরুল ইসলামের ছেলে মো: সোহাগ (৪১)।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে নলডাঙ্গায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের জেলহাজতে পাঠানো হবে।’



