মুক্তাগাছায় দুর্নীতিবিরোধী গণশুনানি, প্রাতিষ্ঠানিক দুর্নীতিরোধে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি

এ সময় ২৩ জন অভিযোগকারী সরকারি প্রতিষ্ঠানের সেবা খাত বিষয়ে মোট ২৮টি অভিযোগ ও পরামর্শ উত্থাপন করেন।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
মুক্তাগাছায় দুর্নীতিবিরোধী গণশুনানি
মুক্তাগাছায় দুর্নীতিবিরোধী গণশুনানি |নয়া দিগন্ত

মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত গণশুনানিতে অভিযোগ করে সমাধানের প্রতিশ্রুতি পেয়েছেন অভিযোগকারীরা। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে উপজেলা ভূমি অফিস, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ও থানার অফিস প্রধানরা অংশগ্রহণ করেন। এছাড়া প্রায় চার শতাধিক সাধারণ নাগরিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় ২৩ জন অভিযোগকারী সরকারি প্রতিষ্ঠানের সেবা খাত বিষয়ে মোট ২৮টি অভিযোগ ও পরামর্শ উত্থাপন করেন।

এর আগে ‘দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে এখনই’ স্লোগানকে ধারণ করে সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে দুর্নীতিবিরোধী পোস্টার প্রদর্শন, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে সনাক সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম শফিউল বারী, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ।