চট্টগ্রামের চন্দনাইশে গৃহবধূ মোছাম্মৎ আরফিকে (১৯) গলাটিপে হত্যার অভিযোগে তার স্বামী মো: রিজুয়ানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরফি সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের মেয়ে।
সূত্রে জানা গেছে, আট মাস আগে রিজুয়ানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করতেন। ধারণা করা হচ্ছে, বুধবার ভোরে তাকে গলাটিপে হত্যা করে লাশ বাথরুমে রেখে দেয়া হয়।
এদিকে সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরফির মামা নাজিম উদ্দীন অভিযোগ করে বলেন, ‘রিজুয়ান মানসিক রোগী নয়। এক দেড় মাস আগে ব্যবসার জন্য শ্বশুরের কাছে তিন লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে তার ওপর নির্যাতন শুরু করে। ঘটনার রাতে তাকে হত্যা করে বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে আমরা গেলে রিজুয়ান ঘুমন্ত অবস্থায় ছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে সে দরজা বন্ধ করে দিয়ে লাশ টেনে বের করে এবং পাগল সেজে উলঙ্গ হয়ে যায়।’
তিনি আরো অভিযোগ করেন, ‘এলাকার কিছু ব্যক্তি তাকে মানসিক রোগী সাজানোর চেষ্টা করছে। মূলত টাকা না পেয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’