আনোয়ারায় ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা

সাধারণ সভায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসেব এবং পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ চক্রবর্তী।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা
আনোয়ারায় ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। সমিতির নির্বাহী সদস্য মো: ইলিয়াছ বাঙালী সভা সঞ্চালনা করেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাস্টার আখতার হোসেন এবং গীতা পাঠ করেন রামচন্দ্র দাশ।

সাধারণ সভায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসেব এবং পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ চক্রবর্তী। পরে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিতে উক্ত প্রতিবেদনসমূহ অনুমোদিত হয়।

সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ, যুগ্ম-সম্পাদক শেখ মহিউদ্দিন মিন্টু, হাসপাতাল পরিচালক আবু মুছা, আনোয়ারা প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, আলমগীর হোসেন ও ইঞ্জিনিয়ার আ ন ম রাশেদুল হক নিশান প্রমুখ।

সভায় বক্তারা সমিতির সেবামূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।