কুমিল্লায় ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

অভিযানে নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে কৌশলে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
অভিযানে জব্দ করা পণ্য সামগ্রী
অভিযানে জব্দ করা পণ্য সামগ্রী |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযানে দু’লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মিরপুর গ্রামের দক্ষিণগ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বুড়িচং থানা পুলিশ সহায়তা করে।

অভিযানে নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে কৌশলে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দু’লাখ টাকা। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় অভিযুক্ত জিয়াউর।

এ সময় দক্ষিণগ্রাম এলাকায় বিভিন্ন মোটরসাইকেল তল্লাশি করা হয়। জনসম্মুখে ধূমপান ও বিভিন্ন অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক আহাদ হোসেনকে পাঁচ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে এক চা দোকানিকে দু’হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শঙ্কুচাইল ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন, বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় সোমবার বুড়িচং থানায় পলাতক আসামি জিয়াউর রহমানের নামে একটি মামলা করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনের বাইরে কেউ নয়, যে অপরাধে জড়াবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনগণের সহযোগিতা থাকলে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই কমে যাবে।’