নওগাঁর ধামুইরহাট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৬৩ সিএফটি আকাশমনি গাছের কাঠ উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশের (বজিবি) পত্নীতলা-১৪ ব্যাটালিয়ন। এ সময় একটি ট্রাক্টরসহ পাঁচজনকে আটক করা হয়।
রোববার (২৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
এর আগে ২৬ জুলাই ভোর ৪টার দিকে উপজেলার বস্তাবর বিওপির সদস্যরা সীমান্ত পিলারের ২৬০ হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেদের অভ্যন্তরে শিমুলতলী সেতুর কাছ থেকে এসব কাঠ উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার সেলিমপুর গ্রামের মরহুম নুর উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), উদয়শ্রী গ্রামের রেজাউল করিমের ছেলে হামিদুর রহমান (২৫), চকহরিপুর গ্রামের শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেন বর্মণ (৩২), বিরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে লিটন চন্দ্র বর্মণ (৩৫) ও অমল চন্দ্র বর্মণ (২৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে পাচারের উদ্দেশে চোরাচালান সিন্ডিকেটের একটি সঙ্ঘবদ্ধ দল শিমুলতলী সেতুর কাছে একটি ট্রাক্টরে আকাশমনি কাঠ বোঝাই করার সংবাদে অভিযান চালিয়ে ৬৩ সিএফটি আকাশমনি কাঠ, পাঁচটি মোবাইলফোন উদ্ধারসহ পাঁচজনকে আটক করা হয়। জব্দ কাঠ ধামুইরহাট বনবিট কর্মকর্তাকে হস্তান্তর করা হয় এবং আটক ব্যক্তিদের ধামুইরহাট থানায় সোপর্দ করা হয়।
এদিকে এ ঘটনায় ধামুইরহাট থানায় একটি মামলা করেছেন বনবিট কর্মকর্তা আনিছুর রহমান।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪) বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পিবিজিএম চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।