চবির আহত ছাত্রদের দেখতে গেলেন সাবেক এমপি শামসুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গেলেন সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চবির আহত ছাত্রদের দেখতে গেলেন সাবেক এমপি শামসুল ইসলাম
চবির আহত ছাত্রদের দেখতে গেলেন সাবেক এমপি শামসুল ইসলাম |নয়া দিগন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গেলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং খোঁজখবর নেন তিনি।

আহতদের পাশে কিছুক্ষণ সময় কাটান এবং তাদের চিকিৎসকদের সাথে তিনি কথা বলেন। প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ করেন। আহত ছাত্র ইসমাইলের সাথে কথা বলেন, তার আশু সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।

আইসিইউতে থাকা আহত আরো দুই শিক্ষার্থী মামুন এবং সায়েমের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সাথে কথা বলেন।

এসময় জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম বলেন, আল্লাহ তায়ালা আহতদের দ্রুত সুস্থ করে দিন।

আহত শিক্ষার্থীদের পরিবারের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনা পুরো বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। এঘটনায় যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ডা: আহমদ রহিম প্রমুখ।