কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে মো: হাসিম আলী (৪৩) নামে এক মাদককারবারি আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুণ্ডি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৫৩/৫-এস থেকে বাংলাদেশের প্রায় ছয় কিলোমিটার অভ্যন্তরে ডাংমড়কা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো: মুরাদ হোসেনের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযান চলাকালে রাজশাহী জেলার দামপুরা থানা শিতলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে মো: হাসিম আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১৩ বোতল মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৫০০ টাকা।
জব্দ মাদক ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



