খালেদা জিয়ার সুস্থতা কামনায় কটিয়াদীতে যুবদলের দোয়া মাহফিল

মঙ্গলবার দুপুরে উপজেলার বেতাল ক্বওমি মাদরাসা ও এতিমখানার মাঠে মসূয়া ইউনিয়ন যুবদলের ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কটিয়াদি (কিশোরগঞ্জ) সংবাদদাতা

Location :

Kishoreganj
কটিয়াদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায়  অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল
কটিয়াদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বেতাল ক্বওমি মাদরাসা ও এতিমখানার মাঠে মসূয়া ইউনিয়ন যুবদলের ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ। উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মো. হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. কাইয়ুম মিয়াসহ অনেকে।

দোয়া পরিচালনা করেন বেতাল ক্বওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান। আলোচনা ও দোয়া মাহফিল শেষে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।