নোয়াখালীতে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

আসামি জসিম গ্রেফতার এড়ানোর জন্য নাম-পরিচয় পরিবর্তন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থায় শনাক্ত করা হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Hatia
নোয়াখালীর ম্যাপ
নোয়াখালীর ম্যাপ |নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় ডাকাতির মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জসিম উদ্দিনকে (৪০) ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে হাতিয়া থানার পুলিশ ঢাকার শেরে বাংলা নগর এলাকায় এ অভিযান চালায়।

গ্রেফতার জসিম হাতিয়ার উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।

পুলিশ জানায়, আসামি জসিম গ্রেফতার এড়ানোর জন্য নাম-পরিচয় পরিবর্তন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থায় শনাক্ত করা হয়। তাকে আজ হাতিয়া আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ আরো জানায়, হাতিয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান ও অপারেশন ডেভিল হান্ট-এর কার্যক্রম চলমান আছে। এছাড়াও থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারসহ অস্ত্র-মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।

নোয়াখালী পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।