পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে দিকে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজমল হক। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। এ সময় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজমল হক বলেন, ‘এ দেশের মানুষ বারবার রক্ত দিলেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা আর কত রক্ত দেবো। ২০২৪ সালের আন্দোলনে দুই সহস্রাধিক তরুণ-ছাত্র প্রাণ দিয়েছেন। তাই সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার একটা সুবর্ণ সুযোগ পাবে। এবারের নির্বাচনে সংসদীয় আসনের প্রতিনিধি নির্বাচন ছাড়াও দেশের মানুষের কল্যাণে গণভোটের আয়োজন করা হয়েছে। সব ভোটারগণকে ‘হ্যা’ ভোট প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও মেরামতে অবদান রাখতে হবে। আর এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে গণভোটের ব্যাপারে সাধারণ ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে হবে।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



