খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই-শহীদদের জন্য মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মো: ফিরোজ সরকার
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মো: ফিরোজ সরকার |নয়া দিগন্ত

খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জুলাই-শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মো: ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

জুলাই-শহীদদের জন্য মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। নগরীর শিববাড়ি মোড়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

নগরভবনে সিটি করপোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও করপোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার।

খুলনা সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় সচিব শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরীর ডাকবাংলো মোড়ে এ উপলক্ষে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। খুলনা প্রেসক্লাব শিববাড়ি মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং ক্লাবে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।