পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো দলের প্রতি সমর্থন থাকতেই পারে। কিন্তু কর্মক্ষেত্রে সেটি প্রকাশ করা যাবে না।
তিনি বলেন, ‘সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায় কিন্তু পরিবর্তনের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে কাজ করছে।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ‘সরকার নিরেপক্ষ, তবে ‘হ্যাঁ, না ভোটের ব্যাপারে সত্যিকারে আমাদের একটা পক্ষ নিতে হয়েছে। তার মানে আমরা চাই ‘হ্যাঁ’ জয়যুক্ত হোক। আপনারা প্রফেসর ইউনূসের বক্তব্যে শুনেছেন। আমরা তো কাউকে বাধ্য করতে পারব না, কিন্তু মানুষের প্রতি আহ্বান জানাতেই পারব।’
তিনি বলেন, ‘এই নির্বাচন ও গণভোটের ওপর দেশের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে। যেসব পরিবর্তনের আশায় আমাদের ছেলে-মেয়েরা জীবন দিয়েছে, সেটা আমরা ব্যর্থ হতে দিতে পারি না।’
সভায় পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মো: আবু ইউসুফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো: আরাফাত রহমান, পটুয়াখালী পৌর প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, জেলা সিনিয়র নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



