বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘ফ্যাসিবাদের সাথে কোনো আপস নয়, আমাদের দল ৩১ দফার আলোকে রাষ্ট্র গঠন করতে চায়। বিএনপি এ দেশকে সকলের জন্য নিরাপদ আবাস ভূমি হিসেবে গড়তে চায়। এরজন্য নির্বাচনের মাধ্যমে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে এবং সকলের অংশগ্রহণেই নতুন বাংলাদেশ গড়তে হবে।‘
শনিবার (২৩ আগস্ট) বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) যশোর জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন আইডিইবি’র সভাপতি আব্দুল সাত্তার, ডিইএব যশোর জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন। সভাপতিত্ব করেন ডিইএ যশোরের আহ্বায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম।