পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির একটি সজারু গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালী-এর কলাপাড়া শাখার সদস্যরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উদ্ধার করা সজারুটির দৈর্ঘ্য প্রায় দু’ফুট ও ওজন সাত কেজি। স্থানীয় কয়েকজন মানুষ এটিকে আটক করে পিটিয়ে গুরুতর জখম করে বলে সংগঠনের সদস্যরা অভিযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এনিমেল লাভারস-এর সদস্যরা সজারুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে প্রাণীটি চিকিৎসাধীন রয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সজারুটি সম্পূর্ণ সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদীক বলেন, ‘বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধারে এনিমেল লাভারস অফ পটুয়াখালীকে প্রশাসন সব সময় সহযোগিতা করে আসছে। আহত সজারুটি চিকিৎসা শেষে উন্মুক্ত বনে অবমুক্ত করা হবে। পাশাপাশি বন্যপ্রাণী নিধনকারীদের আইনের আওতায় আনা হবে।’
প্রকৃতিবিদদের মতে, ‘সজারু পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ সচেতনতার অভাবে গ্রামীণ এলাকায় এখনো অনেকেই এ ধরনের বিরল প্রজাতির প্রাণীকে ক্ষতি করছে। তারা বলেন, মানুষের সহমর্মিতা ও সচেতনতা ছাড়া বন্যপ্রাণী রক্ষা সম্ভব নয়।’