নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা
২০২৫-২০২৬ অর্থবছরে মৌসুম ভিত্তিক প্রণোদনা কর্মসূচির আওতায় নানিয়ারচরে ১৮৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে প্রান্তিক পর্যায়ের এসব কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তালিকাভুক্ত ১৮৫ জন কৃষকের মাঝে বসতবাড়িতে চাষের লক্ষ্যে বিভিন্ন জাতের সবজি বীজ ও সার বিতরণ করা হয়।
এ বিষয়ে নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হারুন মিয়া বলেন, বসতবাড়িতে চাষাবাদের জন্য ৬৫ জন কৃষকের মাঝে ৭ প্রকার উপসী সবজি বীজ ও ১২০ জন কৃষকের মাঝে মাঠে চাষাবাদের জন্য শীতকালীন হাইব্রিড সবজি বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বসতবাড়ি ও মাঠে শীতকালীন সবজি চাষ করে কৃষকরা বাড়তি আয় করতে পারবে।
এ সময় নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকসহ নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।



