গফরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে ৩ দোকান, ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আগুনে জমিরের চাল ও চিনির দোকান, আনোয়ারের ফলের দোকান ও মফিজের মুড়ির দোকান পুড়ে যায়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
আগুনে পুড়ে যাওয়া দোকান
আগুনে পুড়ে যাওয়া দোকান |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। এ সময় প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে বাজারের পাট মহল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে জমিরের চাল ও চিনির দোকান, আনোয়ারের ফলের দোকান ও মফিজের মুড়ির দোকান পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও গফরগাঁও ফায়ার সার্ভিসে কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিক হওয়া পাইপের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আগুনে জমিরের চাল ও চিনি দোকানের প্রায় ৩০ লাখ টাকা, আনোয়ারের ফলের দোকানে প্রায় এক লাখ টাকা ও মফিজের মুড়ি দোকানের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি, তাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করা হবে।’