‘নাটোর উত্তরা গণভবন আরো ভালো ভাবে সংস্কার করা দরকার। রাজধানীর বাহিরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন উত্তরা গণভবনের অসাধারন নির্মাণশৈলী দেখতে খুব ভালো লেগেছে।’
পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
আজ শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমি থেকে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন করেন।
এসময় তার সাথে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎসহ প্রশাসনের কর্মকর্তারা।
এসময় সাংবাদিকরা নির্বাচন ও নাটোরের বিচার বিভাগ নিয়ে প্রশ্ন করলে তিনি কোন কথা বলতে রাজি হননি । পরে তিনি রাজশাহী’র উদ্দেশ্যে রওনা দেন।



