হাটহাজারীতে নাহিদ ও সারজিস

আল্লামা শফি ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলো এনসিপি নেতারা

হেফাজতে ইসলামের বর্ষিয়ান দু’আমির আল্লামা আহমদ শফি র. ও আল্লামা জুনায়েদ বাবুনগরী র.-এর কবর জেয়ারত করেন এনসিপি নেতারা।

আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)

Location :

Chattogram
হাটহাজারী মাদরাসায় সৌজন্য সাক্ষাতে এনসিপি নেতারা
হাটহাজারী মাদরাসায় সৌজন্য সাক্ষাতে এনসিপি নেতারা |নয়া দিগন্ত

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় এলেন জুলাই আন্দোলনের দুই অগ্রনায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২০ জুলাই) রাত পৌনে দশটার দিকে হেফাজতে ইসলামের বর্ষিয়ান দু’আমির আল্লামা আহমদ শফি র. ও আল্লামা জুনায়েদ বাবুনগরী র.-এর কবর জেয়ারত করেন।

এ সময় এনসিপি নেতাদেরকে মাদরাসার পক্ষ থেকে বরণ করে সৌজন্যে সাক্ষাতসহ সংক্ষিপ্ত দোয়ার আয়োজন করেন হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন ও সিনিয়র শিক্ষক আল্লামা আশরাফ আলী নিজামপুরী।

সৌজন্যে সাক্ষাতে চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, জোবায়রুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মীর আরশাদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা ও জাওয়াদুল করিম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা সংগঠক মোহাম্মদ রাফসান জানি, ওয়াসিব, ইব্রাহিমসহ চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার চট্টগ্রাম ও রাঙামাটি পদযাত্রা শেষে নাহিদ ইসলাম ও সারজিস আলম রাতে হাটহাজারী মাদরাসায় আসেন।

এ সময় হাটহাজারী মাদরাসার উৎসুক ছাত্ররা জুলাই আন্দোলনের এ বীরদের এক নজর দেখার জন্য মাদরাসা আঙ্গিনায় ভিড় জমান এবং শুভেচ্ছা জানান।