বরিশালে অপসাংবাদিকতা রোধে ও সাংবাদিকতার নামে চাঁদাবাজি প্রতিরোধে ঐক্যবদ্ধ ১৫টি সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় বক্তারা বলেন, ‘সম্প্রতি অপসাংবাদিকতা প্রতিরোধে ১৫টি সংগঠনের সক্রিয় ভূমিকা নিয়ে নগরবাসী ও প্রশাসনের মধ্যে সন্তোষজনক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ফোন করে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।’
তারা আরো বলেন, ‘ভুয়া সাংবাদিকদের কর্মকাণ্ডের কারণে প্রকৃত সাংবাদিকরা প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। শিগগিরই ১৫ সংগঠনের সদস্যদের নিয়ে বৃহৎ পরিসরে এক সমাবেশ আয়োজন করা হবে।’
সভায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রকাশক ও সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ ও সাধারণ সম্পাদক কাওসার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি বীরেন্দ্রনাথ সমাদ্দার, সিনিয়র সাংবাদিক কাজী আল মামুন, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিন সুমন, বরিশাল ফটোসাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সাগর প্রমুখ।
উল্লেখ্য, এর আগে বরিশাল প্রেসক্লাবে সম্পাদক ও প্রকাশকদের সাথে ১৫ সংগঠনের যৌথসভায় সিদ্ধান্ত হয়, সাংবাদিকতার নামে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে গৃহীত যেকোনো উদ্যোগে সম্পাদক ও প্রকাশকরা অকুণ্ঠ।



