জীবননগর সীমান্তে পতাকা বৈঠক, ৩ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে জীবিকা নির্বাহ করছিলেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে দালালের সহায়তায় বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশের

নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেনীপুর ক্যাম্প বিজিবি তাদের জীবননগর থানায় সোপর্দ করে।

এর আগে, এ দিন সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের মেইন পিলার ৬২/৭ এস-এর কাছে বিএসএফ ও বিজিবির মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশী নাগরিকরা হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার উত্তর আমিরাবাদের নুরুল হকের ছেলে আবুল কাশেম(৩৭), নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের হোসেন মোল্যার ছেলে জিয়াউর রহমান (৩৭) এবং বরিশালের উজিরপুর উপজেলার কালবিলা গ্রামের আশুতোষ ফোলিয়ার ছেলে আকাশ বাবু ফোলিয়া (১৮)।

বিজিবি সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে জীবিকা নির্বাহ করছিলেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে দালালের সহায়তায় বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।