ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পানছড়ির লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো: জায়েদ-উর-রহমান অয়ন।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে হেমা চাকমার বাবা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
সেনা সূত্র জানায়, স্থানীয় জনসাধারণের কল্যানে দায়িত্ববদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি জোন কর্তৃক ডাকসুর সদস্য হেমা চাকমার বাবা সাবেক চেয়ারম্যান (পানছড়ি, খাগড়াছড়ি) অনিল চন্দ্র চাকমার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করে খাগড়াছড়ি জোন। এই দায়িত্বের পরিপ্রেক্ষিতে অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় চিকিৎসার অর্থ সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনিল চন্দ্র চাকমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পানছড়ি সাবজোন অধিনায়ক মেজর মো: জায়েদ-উর-রহমান অয়ন, জেলা পরিষদ সদস্য আব্দুল লতিফ, মাহাবুব আলম, জয়া ত্রিপুরা, নিটোল মনি চাকমা, লোগাং ইউনিয়ন চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, পানছড়ি ইউনিয়ন চেয়ারম্যান উচিত মনি চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবুল কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



