মুন্সীগঞ্জের হাটলক্ষীগঞ্জ এলাকায় শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক বন্ধু সংস্থার উদ্যোগ’। শুক্রবার (২৮ নভেম্বর) সংস্থার নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংস্থার সভাপতি সোহাগ আহমেদ, উপদেষ্টা জসিম সরকার এবং প্রতিষ্ঠাতা গাজী আব্দুল আলিম।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শীতের শুরুতেই মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সংস্থার প্রতিষ্ঠাতা গাজী আব্দুল আলিম বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীতকালজুড়ে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



