ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চ, এনসিপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে হাদির ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সাইফুল মাহমুদ, ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ব্যানারে এনসিপি ও অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টাউন হল মোড়ে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।

এ সময় ইনকিলাব মঞ্চ, এনসিপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে হাদির ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

নেতাকর্মীরা রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তাসহ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দেয়ার দাবি জানান।

এছাড়াও সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবিও জানানো হয়।