আতাউর রহমান বাচ্চু

নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে

‘আমাদের বিরুদ্ধে অনেকে অপপ্রচার করছেন। রাজনৈতিক আদর্শে পরাজিত হয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন, সমাবেশে বাধা দেয়ার অপচেষ্টা করছেন। কিন্তু আমরা পাল্টা প্রতিরোধ, বা বাধা দেবো না। রাজনৈতিক আদর্শে আমরা এগিয়ে যেতে চাই।’

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
সমাবেশে আতাউর রহমান বাচ্চুসহ অতিথিরা
সমাবেশে আতাউর রহমান বাচ্চুসহ অতিথিরা |ছবি : নয়া দিগন্ত

নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর নির্বাচনী সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) লোহাগড়া উপজেলার ঐতিহাসিক মোল্যার মাঠ এলাকায় প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমির নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, আমাদের বিরুদ্ধে অনেকে অপপ্রচার করছেন। রাজনৈতিক আদর্শে পরাজিত হয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন, সমাবেশে বাধা দেয়ার অপচেষ্টা করছেন। কিন্তু আমরা পাল্টা প্রতিরোধ, বা বাধা দেবো না। রাজনৈতিক আদর্শে আমরা এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, এবার নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লার ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে। দিবালোকের মতো সত্য যে, আসন্ন নির্বাচনে নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ।

সমাবেশের পরে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি লক্ষীপাশা চৌরাস্তা, লোহাগড়া সড়ক, বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বৃহৎ সমাবেশ ও শোভাযাত্রায় রূপ নেয় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। নেতাকর্মীরা বলছেন, এ যাবতকালের সবচেয়ে বড় সমাবেশ এটি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুলের সঞ্চালনায় এবং নির্বাচন পরিচালক অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, আয়ুব হোসেন খান, আবুল বাশার ও মাওলানা আলমগীর হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য সাইফুল আবদার, খিয়াম উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, নড়াইল পৌর আমির জাকির হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, অধ্যক্ষ মাকসুদুর রহমান, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, ছাত্রশিবিরের জেলা সভাপতি এস এম সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।