ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এতে নদীর দুই পাড়ে আটকে থাকা যানবাহন ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা ৫০ মিনিট থেকে এই রুটে ফেরি ও লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে কুয়াশা কেটে নদীপথ পরিষ্কার হলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।
এসময় দুই পাড়ে আটকে থাকা যানবাহনগুলো দ্রুত পারাপার করতে বহরে চারটি ফেরি বাড়ানো হয়েছে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ রুটে ছোট-বড় মিলে ১৪টি ফেরি ও ১৬টি লঞ্চ চলাচল করছে।
বাংলাদেশ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম ও দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নুর মোহাম্মদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে দৌলতদিয়া ঘাটে কর্মরত লঞ্চ সুপারভাইজার মিলন মিয়া জানান, ঘন কুয়াশার কারণে এ রুটে ১৬টি লঞ্চের চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে তা পুনরায় চালু করা হয়েছে।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় নৌযান বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে বেশকিছু যাত্রী ও যানবাহন আটকা পড়েছিল। অতি তাড়াতাড়ি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে।



