সিলেট সীমান্তে আবারো কোটি টাকার চোরাইপণ্য জব্দ

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও অবৈধভাবে উত্তোলন করা পাথরবাহী নৌকা জব্দ করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি
ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি |নয়া দিগন্ত

সিলেট সীমান্ত থেকে আবারো এক কোটি ১৫ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৬ আগস্ট) সকালে সিলেট জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।

এর আগের দিন মঙ্গলবার এসব সীমান্ত থেকে এক কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার চোরাইপণ্য জব্দ করেছিল বিজিবি।

বিজিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও অবৈধভাবে উত্তোলন করা পাথরবাহী নৌকা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৭২৫ টাকা।

এ বিষয়ে নাজমুল হক বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল জব্দ করা হয়। চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জব্দ চোরাইপণ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।