ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, দালালের দৌরাত্ম ও সিন্ডিকেটের অভিযোগে আয়োজিত মানববন্ধনে আসা এনসিপিনেতাসহ চারজন হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন একজন।
বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম রবি ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ। আটক রবি ঈশ্বরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাকনহাটি গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে।
মানববন্ধনে হামলায় আহতরা হলেন- এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য মো: মোজাম্মেল হক, ময়মনসিংহ জেলা এনসিপির সংগঠক মাসুম বিল্লাহ, শিক্ষার্থী শিহাব উদ্দিন ও আব্দুর রব। তাদের মধ্যে এনসিপি নেতা মোজাম্মেল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে।
বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, ‘হাসপাতালের দুর্নীতি, অনিয়ম, দলাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে অংশ নিতে গেলে একটি দালাল চক্র এবং হাসপাতালের স্টাফদের কিছু লোক এনিসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো: জাকির হোসাইন এ ব্যাপারে বলেন, ‘মানববন্ধনকে কেন্দ্র করে হাসপাতালের বাহিরে যে ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে আমি অবগত না। হঠাৎ সংবাদ আসে বাহিরে গণ্ডগোল হচ্ছে। আমি অফিসের স্টাফদের মাধ্যমে জানতে পারলাম মানববন্ধন করতে আসা লোকদেরকে স্থানীয় বাসিন্দারা প্রতিহত করেছে। পরবর্তীতে ইউএনও এবং ওসিকে অবগত করলে তারা এসে বিষয়টি সমাধানের চেষ্টা করে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে তিনজনকে শনাক্ত করা হয়েছে। বাকীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, ‘হাসপাতালের সামনে মানববন্ধন করতে গেলে স্থানীয়দের হামলায় কয়েকজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



