কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর এলাকায় মাদক উদ্ধারে গিয়ে গাঁজাভর্তি প্যাকেট থেকে দু’টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দু’টি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
সোমবার (৩ নভেম্বর) উপজেলার যশপুর বিওপির অধীনে ভারত সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘রোববার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির অধীনে ভারত সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত গাঁজার প্যাকেট থেকে দু’টি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া প্যাকেট থেকে মোট ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।’
তিনি আরো বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। তবে অস্ত্র ও গাঁজা উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’



