সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ময়মন‌সিংহে মানববন্ধন

সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি, যা গণমাধ্যমের জন্য এক কলঙ্কজনক দৃষ্টান্ত।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

সাগর-রুনি দম্পতিসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে ময়মন‌সিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) উদ্যোগে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলা‌মের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, দৈ‌নিক আমার দে‌শের জেলা প্রতি‌নি‌ধি আব্দুল কাইয়ুম। মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন দৈ‌নিক যায়‌যায় দি‌নের ব‌্যু‌রো প্রধান এম এ মুছা, দৈ‌নিক নয়া দিগন্ত প্রতি‌নি‌ধি মো: সাজ্জাতুল ইসলাম, দৈ‌নিক জনবানীর প্রতি‌নি‌ধি মো: সাইফুল ইসলাম তরফদার, সাংবা‌দিক কামরুল ইসলাম, আব্দুস সাত্তার (ফুলপুর), আব্দুল আওয়াল, আব্দুস সাত্তার (ফুলবা‌ড়িয়া) ও রা‌সেল হো‌সেন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি, যা গণমাধ্যমের জন্য এক কলঙ্কজনক দৃষ্টান্ত। তারা অবিলম্বে এ হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার সম্পন্ন করার জোর দাবি জানান।

এছাড়া বক্তারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন ও অযৌক্তিকভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহালের আহ্বান জানান।