টেকনাফের গহীন পাহাড়ে যৌথবাহিনীর অভিযান, নারী-শিশুসহ উদ্ধার ৩৮

দুই মানবপাচারকারী আটক

ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
নারী-শিশুসহ উদ্ধার ৩৮, দুই মানবপাচারকারী আটক
নারী-শিশুসহ উদ্ধার ৩৮, দুই মানবপাচারকারী আটক |নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে। এ সময় দু’জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা-সংলগ্ন গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ শুক্রবার ভোর রাত ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও আটজন শিশুসহ মোট ৩৮ জন ভিকটিমকে উদ্ধার করে। এ সময় যৌথবাহিনী দু’জন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।