ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় ঢাকার তিনটি আন্তর্জাতিক ও একটি ডমেস্টিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
আন্তর্জাতিক ফ্লাইটগুলো হলো- সৌদি আরব, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ফিরত। ফ্লাইটগুলো তাদের গতিপথ পরিবর্তন করে সিলেটে অবতরণ করতে বাধ্য হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টের বিমান এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার শাকিল আহমদ।
তিনি জানান, তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করলেও একটি ছিল বিমানের বাকিগুলো ইউএস বাংলা ও নভো এয়ারের।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণে সিলেটে চারটি ফ্লাইট অবতরণ করেছে। এরমধ্যে বিমানের একটি ফ্লাইট সৌদি আরবের রিয়াদ থেকে, আর ইউএস বাংলার দুটি ফ্লাইট সিঙ্গাপুর ও মালয়েশিয়া ফেরত। এছাড়া একটি নভো এয়ারের একটি ডমেস্টিক ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করে।