টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাত সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা মো: তাজ উদ্দিনকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মীর ফজলুল হককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক মন্ডল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: আ: হামিদ মিয়া সংগঠনের প্যাডে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সোমবার (২৫ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো: আ: রউফ মিয়াকে যুগ্ম-আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মো: মানিক মিয়া, মো: আবুল হোসেন, মো: আব্দুল হালিম শিকদার ও নাজিম উদ্দিন দেওয়ানকে সদস্য করা হয়েছে।
কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: তাজ উদ্দিন নিশ্চিত করেছেন। এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসে একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।