বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি অবস্থান কর্মসূচি শুরু করেছে; জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে সোমবারও কর্মসূচি চলবে।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি
বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি |নয়া দিগন্ত

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচির দু’দিন বিরতির পর আবারো আন্দোলনে নেমেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতরা।

এর আগে টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তৃতীয় দফা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-চেয়ারম্যান এম এ সালাম।

তিনি বলেন, রোববার ও সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সব উপজেলার নির্বাচন অফিসসহ জেলা নির্বাচন অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে সুপ্রিম কোর্টে দু’টি রিট আবেদন দাখিল করা হয়েছে। রিটের শুনানি শেষে আদালত অবশ্যই বাগেরহাটের চারটি আসন বহাল রাখবেন, এমন আশাবাদ ব্যক্ত করেন সম্মিলিত কমিটির নেতারা।