প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সাথে ফেনী জেলাকে অন্তর্ভুক্ত না করে আগের মতো চট্টগ্রাম বিভাগের অধীনেই রাখার দাবিতে মানববন্ধন করেছে ‘আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান’ নামের একটি সামাজিক সংগঠন।
আজ শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য আনোয়ারুল আহসান জসিমের সভাপতিত্বে এবং উপদেষ্টা মোর্শেদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে এবি পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আলম বাদল, বিএনপি নেতা অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো: মহিউদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সমির কর, গণ অধিকার পরিষদ ফেনী জেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন এবং গণমাধ্যমকর্মী নুর তানজিলা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘আমরা ফেনীর মানুষ কুমিল্লার সাথে থাকতে চাই না, চট্টগ্রামের সাথেই থাকতে চাই। চট্টগ্রামের সাথে আমাদের দীর্ঘদিনের সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও সহজ। চট্টগ্রাম দেশের সাংস্কৃতিক ও বাণিজ্যিক রাজধানী। কুমিল্লার সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। তাই আমরা চাই, ফেনী চট্টগ্রাম বিভাগের অধীনেই থাকুক।’
বক্তারা আরো বলেন, ‘এই দাবির পক্ষে জনমত গড়ে তুলতেই আমরা আজ রাস্তায় নেমেছি।’